AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদগঞ্জের গাজীপুর-ধানুয়া সেতুর সংযোগ সড়কে ভাঙন



ফরিদগঞ্জের গাজীপুর-ধানুয়া সেতুর সংযোগ সড়কে ভাঙন

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ডাকাতিয়া নদীর উপর নির্মিত গাজীপুর-ধানুয়া সেতুর সংযোগ সড়কের বড় ধরনের ভাঙনের সৃষ্টি হয়েছে। সেতুর গাজীপুর অংশের সংযোগ সড়কের নিচের বালি সরে গিয়ে এ ধসের সৃষ্টি হয়েছে।

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কুরবানির পশুর হাট ও যানবাহনের বাড়তি চাপে এই ভাঙন বেড়ে সেতু থেকে সড়ক আলাদা হয়ে যাওয়ার সম্ভবনা দেখা দিয়েছে। এ বিষয়ে কর্তৃপক্ষ অদ্যাবধি জরুরি কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। যদিও উপজেলা প্রকৌশলী দ্রুত ভাঙন স্থান মেরামতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন।

জানা যায়, ২০১৭-১৮ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের গাজীপুর ও গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া ডাকাতিয়া নদীর ওপর ৬ কোটি ২২ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে ৯৯ মিটার লম্বা সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। ২০১৯ সালের শেষের দিকে এসে সেতুটির কাজ শেষ হয়।

দুই পাড়ের মনোমুগ্ধকর দৃশ্য ও সেতুর নির্মাণ শৈলির কারণে এটি দ্রুত ধানুয়ার নিকলি হাওড় নামে পরিচিতি পায়। প্রতিদিন বিকেলে জেলার বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা আসেন, হাজারো দর্শনার্থী বিনোদনের আশায় এই সেতুটিকে বেছে নেন। দুই ঈদসহ বিভিন্ন বড় ধরনের ছুটির সময়ে ভ্রমণ পিপাসুদের আড্ডার স্থান হিসেবে এখনো জনপ্রিয়।

কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে এবং অপরিকল্পিত মৎস্য চাষ ও অবৈধ ড্রেজিংয়ের কারণে সেতু উদ্বোধনের পূর্বে সংযোগ সড়কের ধানুয়া অংশে ভাঙন দেখা দেয়। ওই সময়ে কর্তৃপক্ষ দ্রুত মেরামত করে। কিন্তু এ বছর সেতুর গাজীপুর অংশের সংযোগ সড়কে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী খোরশেদ আলম, গাড়িচালক মফিজুল ইসলাম, স্কুল পড়ুয়া শিক্ষার্থী আল আমিনসহ আরো অনেকেই জানান, ভাঙনের কারণে ইতোমধ্যে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। দিন দিন ভাঙনের পরিধি বাড়ছে। দ্রুত সংস্কার করা না হলে সেতু থেকে সড়ক আলাদা হয়ে যাবে। ফলে ডাকাতিয়া নদীর দুই পাড়ের বাসিন্দা ছাড়াও সড়কটি দিয়ে চলাচলকারী যানবাহন ও এই অঞ্চলের লাখো মানুষ চরম দুর্ভোগে পড়বে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বেশ কয়েকজন জানান, সেতুর দুই পাশে অপরিকল্পিত মৎস্য চাষ ও অবৈধ ড্রেজিংয়ের কারণে সেতুর সংযোগ সড়কের নিচের বালি সরে গিয়ে এই অবস্থার সৃষ্টি হয়েছে।

ফরিদগঞ্জ উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ বলেন, ধানুয়া-গাজীপুর সেতুর পূর্ব তথা গাজীপুর অংশের সংযোগ সড়কে ধসের কথা জেনেছি। আমরা দ্রুত তা মেরামতের জন্য ব্যবস্থা গ্রহণ করব। এর আগেও সেতুর অপর অংশে ভাঙন দেখা দিলে আমরা দ্রুত মেরামত করেছি।

 

একুশে সংবাদ / চাঁ.প্র/এ.জে

Link copied!