শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সাতটি ইউনিয়নে ২,২৯২টি হতদরিদ্র পরিবার "ভিডব্লিউবি" কর্মসূচির আওতায় ১৫০ কেজি হারে চাল পেয়েছে। গত শনিবার থেকে বুধবার পর্যন্ত দুটি কিস্তিতে ইউনিয়নভিত্তিক এই চাল বিতরণ সম্পন্ন হয়।
চাল বিতরণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আশরাফুল আলম।
প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যানগণ জানান, ইউএনও’র নির্দেশনা ও ট্যাগ অফিসারদের উপস্থিতিতে সুষ্ঠুভাবে চাল বিতরণ করা হয়। প্রথম কিস্তিতে দুই মাসের বরাদ্দ অনুযায়ী ৬০ কেজি এবং দ্বিতীয় কিস্তিতে তিন মাসের জন্য ৯০ কেজি করে মোট ১৫০ কেজি চাল বিতরণ করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকার পতনের সময় দেশে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতার কারণে ভিডব্লিউবির কার্ডধারীদের মাঝে ছয় মাস ধরে চাল বিতরণ বন্ধ ছিল। বর্তমান সরকারের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী ফের চাল বিতরণ শুরু হয়েছে।
ঝিনাইগাতী উপজেলায় মোট ২,২৯২ জন কার্ডধারী এই সুবিধা পেয়েছেন। ইউনিয়নভিত্তিক কার্ডধারীদের সংখ্যা হলো:
ঝিনাইগাতী সদর: ৪৩০ জন
কাংশা: ৪৩৫ জন
নলকুড়া: ৩৫৩ জন
ধানশাইল: ৩০৬ জন
গৌরীপুর: ২৩০ জন
হাতীবান্ধা: ২২৩ জন
মালিঝিকান্দা: ৩১৫ জন
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল চাল বিতরণে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখায় সন্তোষ প্রকাশ করেছেন।
একুশে সংবাদ / শে.প্র/এ.জে