AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লৌহজংয়ে ডাকঘরের সামনে ময়লার ভাগার


Ekushey Sangbad
আবু নাসের লিমন, মুন্সিগঞ্জ
০২:৪৭ পিএম, ২৮ মে, ২০২৫

লৌহজংয়ে ডাকঘরের সামনে ময়লার ভাগার

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নের পোস্ট অফিস (ডাক ঘর) এখন একটি ডাস্টবিনে পরিণত হয়েছে। হঠাৎ  করে কেউ দেখলে বুঝতেই পারবে না এটা ডাকঘর নাকি ডাস্টবিন। সরকারি গুরুত্বপূর্ণ এই স্থাপনাটির সামনে প্রতিনিয়ত ময়লার স্তুপ পড়ে থাকায় দুর্ভোগে পড়ছেন স্থানীয় ডাক অফিসে কর্মরত স্টাফ ও ডাকসেবা গ্রহণকারীরা।

ডাকঘরটির সামনে দেখা যায় ময়লা দিয়ে স্তুপ করে রাখা হয়েছে। চান্দেরবাড়ি বাজারের সমস্ত ময়লা আবর্জনা প্রতিদিন এসে জমা হচ্ছে। ফলে অফিসে আসা সেবাগ্রহীতারা ভোগান্তিতে পড়ছেন। দুর্গন্ধে অফিসে বসারও কোনো উপায় নাই । এতে স্বাস্থ্য ঝুঁকিতেও পড়ছেন অনেকে।

এ বিষয়ে কুমারভোগ পোস্ট অফিসের পোস্টমাস্টার ফরিদা পারভীন জানান, ‘আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। পরে ইউনিয়ন সচিব এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথেও যোগাযোগ করেছি। কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’

তিনি আরও বলেন, ‘চান্দেরবাড়ি বাজারের সব ময়লা এনে ফেলা হয় পোস্ট অফিসের সামনে। এতে অফিসের পরিবেশ নষ্ট হচ্ছে। সেবা নিতে আসা মানুষজন চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন। এমনকি আমরা নিজেরাও স্বাস্ থ্যঝুঁকিতে রয়েছি।

পোস্টমাস্টার ফরিদা পারভীন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘আমরা চাই, সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসুক এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।’

এদিকে এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় প্রশাসনের নজরদারির অভাবে এমন দুরবস্থা তৈরি হয়েছে। তারা দ্রুত এ সমস্যার স্থায়ী সমাধান চায়।

স্থানীয়দের অভিযোগ, এই জায়গাটি পোস্ট অফিসের নিজস্ব জায়গা না হওয়াতে এই সমস্যার সৃষ্টি হচ্ছে। যেহেতু এখানে সরকারি গুরুত্বপূর্ণ একটি অফিস রয়েছে সেহেতু ময়লাগুলো একটু দূরে নিয়ে নিরাপদ জয়গায় ফেললে ভালো হয়। বিষয়টি দৃষ্টিকটু মনে হয়। তবে স্থানীয় প্রশাসনের নজরদারি না থাকাতে এমনটি ঘটছে।

লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন জানান, এই বিষয়টি আমার সঠিক জানা নেই, তবে তদন্ত করে এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।
 

 

একুশে সংবাদ / মু.প্র/এ.জে

Link copied!