সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নে ভালনারেবল উইমেন বেনেফিট (ভিডব্লিউবি) কর্মসূচির চাল বিতরণে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ও ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আনিসুজ্জামান আনুর বিরুদ্ধে এ অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা।
মঙ্গলবার (২৭ মে) চামরদানী গ্রামের একাধিক ভুক্তভোগী এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর দাখিল করেছেন। অভিযোগে বলা হয়, ২০২৩-২৪ অর্থবছরের ভিডব্লিউবি চক্র শেষের পর বর্ধিত ছয় মাসের মধ্যে পাঁচ মাসের চাল বিতরণের পূর্বে প্রত্যেক উপকারভোগীর কাছ থেকে ৫০০ টাকা করে চাঁদা নেওয়া হয়।
চাল বিতরণে চাঁদা উত্তোলনের জন্য মধ্যস্থ হিসেবে কাজ করেন চামরদানী গ্রামের রফিক মিয়া। অভিযোগ সূত্রে জানা যায়, ইউপি প্রশাসনিক কর্মকর্তা লিটন মিয়া ও ইউপি সদস্য আনিসুজ্জামান আনুর নাম ব্যবহার করে এ টাকা আদায় করা হয়।
স্থানীয় উপকারভোগী আলাউদ্দিন ও খালেদা বেগম বলেন, “আমাদের কাছ থেকেও পাঁচ মাসের চাল দেওয়ার নামে ৫০০ টাকা করে নিয়েছে। টাকা না দিলে চাল দেওয়া হবে না—এমন হুমকিও দেওয়া হয়।”
চামরদানী গ্রামের অনল মিয়া অভিযোগ করে বলেন, “আমার বড় ভাইও একজন ভুক্তভোগী। ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও সদস্যের নাম দিয়ে চাল দেওয়ার নামে টাকা নিয়েছে। এদের কঠিন শাস্তি হওয়া দরকার।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ১নং ওয়ার্ড ইউপি সদস্য আনিসুজ্জামান আনু বলেন, “আমার নাম ব্যবহার করে কেউ টাকা নিয়েছে—এ বিষয়ে আমি কিছু জানি না।”
চামরদানী ইউপির প্রশাসনিক কর্মকর্তা লিটন মিয়া জানান, “ভিডব্লিউবি কার্ডধারীদের চাল পেতে কোনো টাকা লাগে না। আমার নাম ব্যবহার করে কেউ টাকা নিয়েছে কিনা, সেটিও আমার জানা নেই।”
এ বিষয়ে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় বলেন, “স্থানীয়দের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
একুশে সংবাদ / সু.প্র/এ.জে