কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত দিয়ে ৩৭ জনকে অবৈধভাবে বাংলাদেশে ঢুকতে বাধা দিয়ে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিশেষ করে রৌমারী উপজেলার বড়াইবাড়ি সীমান্তে বিএসএফ’র সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং গুলি ছোঁড়ার ঘটনা ঘটেছে, যা সীমান্তে উত্তেজনা সৃষ্টি করেছে।
মঙ্গলবার ভোর চারটার দিকে বড়াইবাড়ি সীমান্তের ১০৬৭ নম্বর সীমানা পিলারে বিএসএফ নোম্যান্স ল্যান্ডে ১৪ জনকে পুশইন করে। এতে বিজিবি বাধা প্রদান করলে বিএসএফ চার রাউন্ড ফাঁকা গুলি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পুশইন করা ব্যক্তির মধ্যে ৯ পুরুষ ও ৫ নারী রয়েছে, যারা প্রাথমিকভাবে ভারতের বান্দরবান জেলার বাসিন্দা বলে জানা গেছে।
বিজিবি সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় কঠোর অবস্থান নিয়েছে। পরিস্থিতি এখন কিছুটা শান্ত আছে।
জামালপুর ব্যাটালিয়নের-৩৫ বিজিবির ভারপ্রাপ্ত সহকারী পরিচালক শামসুল হক জানান, "বিএসএফ অবৈধভাবে পুশইন করার চেষ্টা করলে বিজিবি বাধা দেয়। পুশইন করা ব্যক্তিদের জাতীয়তা এখনও নিশ্চিত হয়নি। ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারা গেছেন। গোলাগুলি হয়নি, তবে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে।"
কুড়িগ্রাম-২২ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল মাহাবুব উল হক বলেন, "কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত থেকে ২৩-২৪ জনকে পুশইন করেছে বিএসএফ। এ বিষয়ে বিস্তারিত পরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।"
একুশে সংবাদ/কু.প্র/এ.জে