AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ৩০ মে, ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মহাদেবপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত



মহাদেবপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

নওগাঁর মহাদেবপুরে জমি সংক্রান্ত বিরোধে আদালতে মামলা চলমান থাকাবস্থায় ভূয়া দলিলের মাধ্যমে সংখ্যালঘু পরিবারের সম্পত্তি জোরপূর্বকভাবে দখল ও হস্তান্তরের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টায় মহাদেবপুর উপজেলা সাব রেজিস্ট্রি অফিস চত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় ভুক্তভোগী বিমান সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আবুল কালাম, সাইফুল ইসলাম, আফাজ উদ্দিন, আবেদ আলী, সোহরাব হোসেন, কছিমুদ্দিন এবং সঞ্জয় সরকার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, উপজেলার সিদ্দিকপুর মৌজার হাল ১১৭নং খতিয়ানের ৭.২২ শতক জমির মধ্যে ৫ একর জমি নিয়ে শিবরামপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মোতাহার আলী গং-এর সঙ্গে শিবগঞ্জ গ্রামের মৃত সুদর্শন সরকারের ছেলে বিমান সরকার গং-এর দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল।

ভুক্তভোগীদের দাবি, ১৯৩৩ সালের দলিল, ১৯৩৬ সালের জীবনস্বত্ব হিসেবে ডিগ্রি থাকার পরেও ২ পক্ষ এক্সচেঞ্জ করে ভারতে চলে যায়। এক্সচেঞ্জ পার্টি অত্র এলাকার বিভিন্ন লোকজনের কাছে তাদের জমি হস্তান্তর করে যাওয়ার পর হতে অদ্যবধি জমিগুলো ভোগদখলে আছেন। এমতাবস্থায়  নামজারি বাতিলের আবেদন করার পরেও এবং আদালতে মামলা চলমান থাকাবস্থায় ভুয়া দলিলের মাধ্যমে কুখ্যাত ভূমি দস্যুরা আওয়ামী স্টাইলে সংখ্যালঘু পরিবারের সম্পত্তি জোরপূর্বকভাবে দখল ও হস্তান্তরের চেষ্টার প্রতিবাদে এ সংবাদ সম্মেললের আয়োজন করা হয়েছে। এর প্রতিকারের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তারা।
 

 

একুশে সংবাদ/ন.প্র/এ.জে

Link copied!