পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন,“আমি দায়িত্ব নেওয়ার পর মাত্র দুই সপ্তাহে দেশে ১২টি বন্যহাতির মৃত্যুর ঘটনা ঘটেছে, যা মোটেই স্বাভাবিক নয়।”
সোমবার (২৬ মে) দুপুরে শেরপুরের নালিতাবাড়ীর দাওধারা গারো পাহাড় পর্যটন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন,“বিশ্বের অনেক দেশে মানুষ ও হাতি সহাবস্থানে রয়েছে। কিন্তু আমাদের দেশে জায়গা ও খাদ্য সংকটের কারণে হাতিগুলো লোকালয়ে চলে আসে। লোকালয়ে এলেও তাদের জীবন আনন্দের নয়, বরং কষ্টের হয়। আমাদের ভাবতে হবে কী করলে হাতিরা লোকালয়ে আসবে না।”
অবৈধ বালু উত্তোলনকারীদের হুঁশিয়ারি দিয়ে উপদেষ্টা বলেন,“বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে, এবং সে অনুযায়ী অভিযান চলছে।”
তবে এই পরিদর্শন চলাকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে কিছু অজ্ঞাতনামা দুর্বৃত্ত সাংবাদিকদের ওপর হামলা চালায়। এতে এখন টিভির জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভ, সময় টিভির চিত্রগ্রাহক বাবু চক্রবর্তী, বাংলাদেশ খবরের প্রতিনিধি শাহরিয়ার শাকিরসহ ৬ জন সাংবাদিক আহত হন।
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় শেরপুর প্রেসক্লাব তীব্র নিন্দা জানিয়ে দ্রুত জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
উল্লেখ্য, নালিতাবাড়ীর গারো পাহাড়ের বনাঞ্চলের ২২৩ একর খাস জমির মধ্যে ৩২ একর জমি সংরক্ষিত পাথর মহাল হিসেবে চিহ্নিত। সম্প্রতি উপজেলা প্রশাসন দাওধারা গারো পাহাড় এলাকায় একটি পর্যটন কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয়। তবে বন্যহাতি সংরক্ষণ, সামাজিক বনায়ন এবং বনাঞ্চল রক্ষার যুক্তিতে স্থানীয় বন বিভাগ এই প্রকল্পে আপত্তি জানায়।
এরপর বিকেলে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান মধুটিলা ইকোপার্কে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন। সেখানে তিনি হাতি-মানুষ দ্বন্দ্বে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে চেক বিতরণ ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
একুশে সংবাদ/শে.প্র/এ.জে