দেশব্যাপী ভূমি মেলার অংশ হিসেবে বাগেরহাটের মোরেলগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে উপজেলা ভূমি অফিস চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ ও সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতলুবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস, উপসহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শাহাদাৎ হোসাইন, তথ্য আপা শারমিন আক্তার, মোরেলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এইচ.এম মইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক গণেশ পাল।
ভূমি মেলায় ভূমি মালিকদের প্রয়োজনীয় সেবা প্রদান ও পরামর্শের জন্য পৃথক পৃথক স্টল সাজানো হয়েছে। সেবা সহজীকরণ, জনসচেতনতা বৃদ্ধি ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার অগ্রগতি তুলে ধরতে এই মেলার আয়োজন করা হয়েছে।
একুশে সংবাদ/বা.প্র/এ.জে