AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৫ মে, ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মান্দার সতীহাটে কলার পাতা নেওয়াকে কেন্দ্র করে আহত ২



মান্দার সতীহাটে কলার পাতা নেওয়াকে কেন্দ্র করে আহত ২

নওগাঁর মান্দায় কলার পাতা নেওয়াকে কেন্দ্র করে বিরোধে ২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। রবিবার সকালে উপজেলার ৫নং গনেশপুর ইউনিয়নের সতীহাটে এ ঘটনা ঘটে।

কলাহাটের ইজারাদার লালবর বলেন, এ ঘটনায় আহতরা হলেন, মান্দা উপজেলার গনেশপুর গ্রামের আতোয়ার রহমানের ছেলে পারভেজ (২৬) এবং পার্শ্ববর্তী মহাদেবপুর উপজেলার শ্রীনগর গ্রামের মৃত ওমর আলীর ছেলে কালাম (৩৮)।

প্রতক্ষ্যদর্শীরা জানান, সতীহাটে সপ্তাহে ৩ দিন কলা বেচা-কেনা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় আজ রবিবার সকাল ১০টার দিকে সতীহাট কলাহাটিতে কলা কেনা-বেচার একপর্যায়ে কালাম নামে এক কলা ব্যবসায়ী কলা কেনার পর তা কলার পাতা  দিয়ে ঢেকে রাখেন। সেখান থেকে পারভেজ নামের এক কলা ব্যবসায়ী অনুমতি ছাড়াই দু’টো কলার পাতা নেন। এতে কালাম ক্ষিপ্ত হয়ে ধস্তাধস্তি করার সময় তার হাতে থাকা কলার কাঁদি কাটা হাসুয়া লেগে পারভেজের পিঠ কেটে যায়। এরপর বিষয়টি জানতে পেরে পারভেজের বাবা আতোয়ার রহমান ১০-১৫ জন লোক ডেকে এনে কালামের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় চৌখুণ্ডির ফ্যান ঝুলানো রড দিয়ে কালামের মাথায় আঘাত করায় তার মাথা ফেটে যায়। আহতদের উভয়কে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এ ব্যপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরে প্রস্তুতি চলছিল।
 

একুশে সংবাদ/ন.প্র /এ.জে

Link copied!