‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি- নিজের জমি সুরক্ষিত রাখি’ স্লোগানে নওগাঁর পত্নীতলায় ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৫ মে) বেলা ১০টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি র্যালি বের করে ভূমি অফিসে গিয়ে শেষ হয়। র্যালি শেষে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলন।
এ সময় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুর রহিম, উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আশীষ কুমার দেবনাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিমএম জিল্লুর রহমান, সমাজসেবা অফিসার ফিরোজ আল মামুন, পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, প্রেস ক্লাবের সহসভাপতি আলমগীর কবির, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ।
উপজেলা ভূমি অফিস চত্ত্বরে সেবা বুথের মাধ্যমে তিন দিনব্যাপী ভূমি মেলার বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া বলেন, ‘উপজেলা ভূমি অফিসের পাশাপাশি ১১টির মধ্যে প্রথম পর্যায়ে ৫টি ইউনিয়ন ভূমি অফিসে এই মেলার আয়োজন করা হয়েছে।’
একুশে সংবাদ/ন.প্র /এ.জে