আসন্ন ২৮ মে ঢাকায় অনুষ্ঠিতব্য "তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ" সফল করার লক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুরে বাংলাদেশ যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ মে) সকালে মুকসুদপুর উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দীন লিপ্টন, সাধারণ সম্পাদক রাশেদউজ্জামান পলাশ, সদর উপজেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান, মুকসুদপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদ শিকদার, সদস্য সচিব মাহফুজ হাসান, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন ও এম মিঠু লস্কর।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক সাইফুজ্জামান লিটন, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, যুবদল নেতা হানিফ মুন্সী, এনামুল হাসান মাসুদ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, "যুব সমাজের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে যুবদল অগ্রণী ভূমিকা পালন করছে। ঢাকার সমাবেশে মুকসুদপুর যুবদলের বিশাল অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি।"
সভা শেষে আগামী কর্মসূচি সফল করতে বিভিন্ন সাংগঠনিক নির্দেশনা দেওয়া হয়।
একুশে সংবাদ/মু.প্র /এ.জে