পিরোজপুর জেলা সাব-রেজিস্ট্রার অফিসে জমি রেজিস্ট্রেশনে ঘুষ ও জেলা কৃষি অফিসে দুর্নীতির অভিযোগ এনে মানববন্ধন করেছেন জাতীয়তাবাদী কৃষক দলের নেতাকর্মীরা।
রবিবার (২৫ মে) সকালে শহরের শহীদ মিনার সড়ক ও সদর উপজেলা পরিষদের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দলের পিরোজপুর জেলা শাখা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা কৃষকদলের সভাপতি নাসির আহম্মেদ বাচ্চু এবং সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল ইসলাম বাবু।
বক্তব্য দেন বরিশাল বিভাগীয় কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আক্তার লায়ন হোসেন সেন্টু, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মহসিন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান মাসুম, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক হাসিব খান, ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজিদ রশিদ বাপ্পি, কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মিজান শেখ, ও সদর উপজেলা কৃষকদলের সভাপতি আতিকুর রহমান পারভেজ।
বক্তারা বলেন, “রেজিস্ট্রার অফিসে সাধারণ মানুষকে জমি রেজিস্ট্রেশন করতে গিয়ে ঘুষ দিতে হচ্ছে। এমন অনিয়ম-দুর্নীতি আর চলতে পারে না। দ্রুত দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”
একই সঙ্গে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিরুদ্ধে অভিযোগ এনে বক্তারা বলেন, “গত ১৭ বছরে কৃষকদের জন্য বরাদ্দ যন্ত্রপাতি প্রকৃত কৃষকদের না দিয়ে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তারা তা অন্যত্র বিক্রি করে দিয়েছেন। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।”
মানববন্ধনকারীরা অবিলম্বে দুর্নীতি বন্ধ এবং সংশ্লিষ্টদের বিচারের দাবি জানান।
একুশে সংবাদ/পি.প্র /এ.জে