AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৫ মে, ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিংগাইরে চলাচলের রাস্তা বন্ধ করায় ভোগান্তিতে অর্ধ-শতাধিক পরিবার



সিংগাইরে চলাচলের রাস্তা বন্ধ করায় ভোগান্তিতে অর্ধ-শতাধিক পরিবার

মানিকগঞ্জের সিংগাইরে বাঁশের বেড়া দিয়ে গ্রামবাসীর চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে বাদশা মিয়া নামের এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে |এতে চলাচলে ভোগান্তিতে পড়েছেন প্রায় ৫০টি পরিবারের লোকজন। সম্প্রতি এ অমানবিক ঘটনাটি ঘটেছে উপজেলার বলধারা ইউনিয়নের পূর্ব বাঙ্গালা গ্রামে।


এ জিম্মি দশা থেকে মুক্তি পেতে এলাকাবাসীর পক্ষে মো. মিজানুর রহমান  ইউএনও বরাবর গণস্বাক্ষর সংবলিত একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগীদের অভিযোগ সুত্রে জানা গেছে, ওই গ্রামের দারু মিয়ার বাড়ি হতে বাঙ্গালা সড়কের আব্দুর রশিদের বাড়ী পর্যন্ত হাঁটার শত বছরের এ রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল-কলেজ,মাদরাসা, হাট-বাজার ও অফিসগামী শত শত লোক চলাচল করে আসছিল।কয়েক দিন আগে পার্শ্ববতী ব্রী কালিয়াকৈর গ্রামের মৃত. বাছেরের পুত্র বাদশা মিয়া তার জমির পশ্চিম পাশের  রাস্তার একটি অংশসহ সম্পূর্ণ জমিতে বাঁশের বেড়া দিয়ে রাস্তাটি বন্ধ করে দেন। 
শতবর্ষী এ রাস্তাটি বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ায়  অন্তত পক্ষে ২৫০-৩০০ লোক চরম ভোগান্তিতে পড়েছেন |কোমলমতি শিক্ষার্থীরা স্কুল-মাদরাসায় যেতে পারছে না । যে কারণে তাদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। কৃষকরা উৎপাদিত কৃষি পণ্য সময়মতো পরিবহন করতে না পারায় ন্যায্যমূল্য হতে হচ্ছেন বঞ্চিত। বিশেষ করে গর্ভবতী নারী ও বয়স্ক রোগীদের দিতে হয় চরম মাশুল। এছাড়া কোনো মানুষ মৃত্যুবরণ করলে জানাজা ও কবর দেয়ার জন্য মরদেহ বের করাই কষ্টসাধ্য।
 

 

একুশে সংবাদ/মা.প্র /এ.জে

Link copied!