‘নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় শেরপুরে ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে।
আজ বেলা ১১টায় তিন দিনব্যাপী এই ভূমি মেলার উদ্বোধন করেন, জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
এর আগে শেরপুরের জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
জানা যায়, শেরপুরে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সহজেই গ্রহিতাদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আজ থেকে শুরু হয়ে তিন দিনব্যাপী এই ভূমি মেলা চলবে।
মেলায় ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল সেবাসমূহ গ্রহণ করার কলাকৌশল, ঘরে বসে ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ করা, অনলাইনে ই-নামজারির আবেদন করা , সরকারের প্রদেয় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ, জমির ই-পর্চা ও দাখিলা করার নিয়মসহ বিভিন্ন বিষয়ে মেলায় আগত দর্শনার্থীদের হাতে কলমে দেখানো এবং শেখানো হবে।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজা জেসমিন, পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদ, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মো. আব্দুল বাতেনসহ বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সরকারি ও বেসরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/শে.প্র /এ.জে