AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৫ মে, ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নড়াইলে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান আশিষ কুমার বিশ্বাসসহ গ্রেফতার ৩


Ekushey Sangbad
উজ্জ্বল রায়, নড়াইল
১০:৪৯ এএম, ২৫ মে, ২০২৫

নড়াইলে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান আশিষ কুমার বিশ্বাসসহ গ্রেফতার ৩

নড়াইল সদর ও লোহাগড়া থানার যৌথ অভিযানে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান আশিষ কুমার বিশ্বাসসহ তিনজন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৩ মে) রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার (২৪ মে) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন—নড়াইল সদরের কলোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিষ কুমার বিশ্বাস, সদর থানা আওয়ামী লীগের সদস্য মির্জাপুর গ্রামের সৈয়দ রিয়াজ আলী এবং হবখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ডুমুরতলা গ্রামের শরিফুল ইসলাম।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় সদর ও লোহাগড়া থানায় দায়ের হওয়া পৃথক মামলায় এ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।”

জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে গত বছরের ৪ আগস্ট নড়াইল সদরের মালিবাগ এলাকায় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ওই মিছিলে গুলি চালানো, বোমা বিস্ফোরণ ও মারধরের অভিযোগে ১০ সেপ্টেম্বর সদর থানায় মামলা করেন বিএনপির সাবেক সদস্যসচিব ও বর্তমান সাধারণ সম্পাদক শেখ মোস্তফা আল-মুজাহিদুর রহমান পলাশ। মামলায় ৯০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়। এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে আওয়ামী লীগ নেতা সৈয়দ রিয়াজ আলী এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা শরিফুল ইসলামকে।

এছাড়া একই বছরের ৪ আগস্ট সকালে লোহাগড়া উপজেলা পরিষদের গেট সংলগ্ন পাকা রাস্তায় বৈষম্যবিরোধী ছাত্র ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলেন। ওই কর্মসূচিতে সশস্ত্র হামলা ও বোমা বিস্ফোরণের অভিযোগে ১৩ নভেম্বর লোহাগড়া শ্রমিকদলের নেতা জাহিদুল আলম (ঝুনু) একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়। এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে ইউপি চেয়ারম্যান আশিষ কুমার বিশ্বাসকে।

 


একুশে সংবাদ/ন.প্র /এ.জে

Link copied!