AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৫ মে, ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নারায়ণগঞ্জে গ্রেপ্তার আওয়ামী লীগ নেত্রী তুশি



নারায়ণগঞ্জে গ্রেপ্তার আওয়ামী লীগ নেত্রী তুশি

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে আওয়ামী লীগ নেত্রী রজনী আক্তার তুশিকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ মে) রাতে ফতুল্লার মুসলিম নগর পাওয়ার হাউজ সংলগ্ন একটি বাড়ি থেকে স্থানীয় ছাত্র-জনতা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফুল ইসলাম।

জানা গেছে, রজনী আক্তার তুশি ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য। তিনি রাজধানীর ডেমরা সারুলিয়া এলাকার বাসিন্দা।

ওসি শরীফুল ইসলাম জানান, তুশি মুসলিম নগর এলাকার একটি ফ্ল্যাটে ভাড়াটিয়া হিসেবে গত তিন মাস ধরে বসবাস করছিলেন। তার অবস্থান সম্পর্কে জানতে পেরে স্থানীয় ছাত্র-জনতা বাড়িটি ঘেরাও করে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, তুশির বিরুদ্ধে রাজধানীর ডেমরা থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একটি মামলা রয়েছে। তাকে বর্তমানে সদর মডেল থানায় রাখা হয়েছে। ডেমরা থানা পুলিশ এসে পৌঁছালে তাকে হস্তান্তর করা হবে।

এদিকে গ্রেপ্তারকৃত নেত্রীর বিরুদ্ধে আরও কোনো অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 


একুশে সংবাদ/ না.প্র /এ.জে

Link copied!