কেশবপুরের মধুশিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ছাত্রছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (২৪ মে) সকালে অত্র বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট ওজিহুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মো. আছাদুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের বিদ্যালয় পরিদর্শক মো. কামরুজ্জামান, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন ।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাছুম বিল্লাহ্।অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতি ও শিক্ষক শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে অতিথিরা বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে নতুন একটি বিল্ডিং নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা ও সরকারি সুযোগ সুবিধা প্রদানের আশ্বাস প্রদান করেন।
একুশে সংবাদ/ য.প্র /এ.জে