সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পুলিশি বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছে পরোয়ানাভুক্তসহ তিন পলাতক আসামি। সোমবার (২৮ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান চালায় জগন্নাথপুর থানা-পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের আছকন মিয়ার ছেলে সরুপ মিয়া (৩০), জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর গ্রামের মৃত গৌছ মিয়ার ছেলে আক্তার মিয়া (৩০), এবং বাগময়না (বর্তমানে আছিমপুর) গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে মনির হোসেন (২২)।
পুলিশ জানায়, সরুপ মিয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার (জিআর-১৪১/২৫, ধারা ৯(১)/৩০) পলাতক আসামি, আক্তার মিয়া একটি পেনাল কোড সংক্রান্ত মামলার (জিআর-১৪৪/২৫) আসামি এবং মনির হোসেন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞার নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন থানার উপ-পরিদর্শক মো. আল-আমিন, দীপংকর হালদার, নুর উদ্দিন আহমদ, রিফাত সিকদার এবং এএসআই হুমায়ূন কবির বাহার ও কামাল উদ্দিন।
রাতভর অভিযান শেষে তিনজনকে গ্রেফতার করে মঙ্গলবার (২৯ জুলাই) সুনামগঞ্জ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঞা।
একুশে সংবাদ/সু.প্র/এ.জে