আগামী ২৮ মে ঢাকায় অনুষ্ঠিতব্য "তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ" সফল করতে মুকসুদপুরে ছাত্রদলের র্যালি ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ মে) বিকেলে মুকসুদপুর উপজেলার লখাইরচরে আরাফাত রহমান কোকো যুব সংঘ কার্যালয়ে মুকসুদপুর পৌরসভা ছাত্রদলের ১নং ওয়ার্ড শাখা এ প্রস্তুতি সভার আয়োজন করে।
সভায় উপস্থিত ছিলেন মুকসুদপুর পৌরসভা ছাত্রদলের সভাপতি আশিকুর রহমান মুন্সী, সাধারণ সম্পাদক শাকিল শরীফ, সাংগঠনিক সম্পাদক অন্তর বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদ সরদার, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সানি এবং পৌর ছাত্রদল নেতা কালাম ফকির, সোহান মল্লিক, মুরসালিন মাতুব্বর, আজিম মল্লিক, রনি শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা সমাবেশ সফল করতে ছাত্রদল নেতাকর্মীদের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়, যা সমাবেশে অংশগ্রহণ নিশ্চিত করতে কর্মীদের উদ্দীপিত করে।
একুশে সংবাদ/মু.প্র /এ.জে