দিনাজপুরের ঘোড়াঘাটে কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (২৪ মে) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন আয়োজনে সংগঠনের সভাপতি মো. মামুনুর রশিদ সবুজের সভাপতিত্বে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম। উপজেলা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মো. রবিউল আউয়াল নয়নের সঞ্চালনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার ধ্বীরাজ সরকার, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মো. ওয়াকিল আহমেদ, ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জালাল উদ্দিন, উপজেলা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের সহসভাপতি কার্তিক চন্দ্র সরকার, লায়ন মো. রুহুল আমিন, সাধারণ সম্পাদক মো. গোলাম সাকলাইন হোসেন।
এ ছাড়া আরও বক্তব্য রাখেন কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, কোষাধ্যক্ষ মেহেদুল ইসলাম, অভিভাবক আমিরুল ইসলাম প্রমুখ। উপজেলা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন ২০২৪ সালের ১০৯ জন বৃত্তিপ্রাপ্তদের মাঝে ক্রেস ও সনদ বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম।
একুশে সংবাদ/দি.প্র /এ.জে