ঝালকাঠির নলছিটিতে উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. মাহফুজ তালুকদার (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৩ মে) রাতে নলছিটি শহর এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মাহফুজ তালুকদার পৌরসভার নাঙ্গুলী গ্রামের বাসিন্দা এবং মৃত আসাদুজ্জামান তালুকদারের ছেলে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জানান, তার বিরুদ্ধে নলছিটি থানায় একটি মামলা রয়েছে (মামলা নম্বর: ১২, জিআর-২৫/২০২৫; তারিখ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫)। মামলায় তাকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে।
ওসি আরও জানান, মাহফুজ তালুকদারের বিরুদ্ধে দ্রুত বিচার আইন-২০০২ এর ২(অ), ২(ই), ২(উ)/৫ ধারা এবং বাংলাদেশ দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭ ও ৪৩৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।শনিবার (২৪ মে) তাকে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মাহফুজ তালুকদারকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
একুশে সংবাদ/ঝা.প্র /এ.জে