AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৪ মে, ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যৌথ অভিযানে রাজবাড়ীতে আগ্নেয়াস্ত্রসহ ‘মজনু গ্রুপের’ সক্রিয় ৫ সদস্য গ্রেপ্তার



যৌথ অভিযানে রাজবাড়ীতে আগ্নেয়াস্ত্রসহ ‘মজনু গ্রুপের’ সক্রিয় ৫ সদস্য গ্রেপ্তার

রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিপুলপরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ডাকাতির সরঞ্জামসহ ‘মজনু গ্রুপ’ নামে পরিচিত চিহ্নিত সন্ত্রাসী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৩ মে) দিবাগত রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর রাজবাড়ী আর্মি ক্যাম্পের একটি আভিযানিক দল ও কালুখালী থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তাররা হলেন মো. মজিবুর রহমান, সাজেদা বেগম, আবু সায়েম, মো. সুলতান আলী মোল্লা এবং জসিম মণ্ডল। অভিযানে মজিবুর রহমানের বাড়ি থেকে উদ্ধার করা হয় একটি ৯ মি.মি. পিস্তল (মেড ইন ইউএসএ), একটি ম্যাগাজিন, ১৫ রাউন্ড তাজা গুলি, তিনটি ওয়ান শুটার বন্দুক, একটি ব্যাটন, দুটি ছুরি, একটি হকি স্টিক, কয়েকটি মোবাইল ফোন, জাতীয় পরিচয়পত্র, চেকবই, মদের বোতল, এটিএম কার্ড, পাসপোর্ট, লেজার পয়েন্টার ও একটি ড্রাইভিং লাইসেন্স।

সেনাবাহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে পাংশা ও কালুখালী এলাকায় ‘মজনু গ্রুপ’-এর হয়ে সশস্ত্র ডাকাতি ও চাঁদাবাজির সঙ্গে জড়িত।

অভিযান শেষে গ্রেপ্তারদের ও উদ্ধারকৃত আলামতগুলো কালুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

 

একুশে সংবাদ/রা.প্র /এ.জে

Link copied!