AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৪ মে, ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতে আটক ২৪ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,কুড়িগ্রাম
০২:৫৮ পিএম, ২৪ মে, ২০২৫

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতে আটক ২৪ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

ভারতের রাজধানী দিল্লিতে কাজের সন্ধানে গিয়ে আটক হওয়া ২৪ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। এরপর তাদের পরিবারে ফিরিয়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৩ মে) রাত ১টা ৩০ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাতাড়ী সীমান্তে ৯৩২ নম্বর সীমানা পিলারের পাশে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর হাসনাইন এবং বিএসএফের পক্ষে ছিলেন ভারতীয় ৩ বিএসএফ ব্যাটালিয়নের এসি এসএইচএল সিমতি।

বৈঠকে স্থানীয় ইউপি চেয়ারম্যান হাছেন আলী, ইউপি সদস্য আব্দুল আলিম, মহির উদ্দিনসহ বিজিবি ও বিএসএফের ১০ জন সদস্য করে প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

বিজিবি সূত্র জানায়, ভারতের করলা ক্যাম্প থেকে বাংলাদেশি অভিবাসীদের পুশ-ইন করার প্রস্তুতির খবর পেয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বিএসএফকে সতর্ক বার্তা পাঠান। এতে বলা হয়, প্রকৃত বাংলাদেশি হলে যাচাই-বাছাই শেষে গ্রহণ করা হবে, কিন্তু কোনো বিদেশি নাগরিককে গ্রহণ করা হবে না।

পরবর্তীতে যাচাই-বাছাই শেষে বিএসএফ ২৪ জনের একটি তালিকা পাঠায়, যাতে ৮ জন পুরুষ, ৮ জন নারী ও ৮ জন শিশুর নাম ছিল। পরিচয় নিশ্চিত হওয়ার পর বিজিবি তাদের গ্রহণ করে এবং স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা ব্যক্তিদের নামের তালিকায় রয়েছেন:

  • দাসিয়ারছড়া, সমন্বয়টারী গ্রামের তাজুল ইসলাম (২৫), তার স্ত্রী আম্বিয়া বেগম (১৯), মেয়ে তাসলিমা (৭), মা তানেকা বেগম (৪৬), বোন তাহেরা খাতুন (৭)

  • কামালপুর গ্রামের মানব আলী (২৩), স্ত্রী রুমি বেগম (২০)

  • নজির হোসেনের ছেলে আব্দুল কাদের (৩১), স্ত্রী সাথী বেগম (২৮), ছেলে শহিদুল (৯), মেয়ে কাজলী (২)

  • আরাজী নেওয়াশী গ্রামের জায়দুল হক (৫৫), স্ত্রী আঞ্জুমা বেগম (৪৩), ছেলে আশিক বাবু (১৪), মেয়ে জান্নাতি খাতুন (১৯), জামাতা রবিউল (২২), নাতি জুনায়েদ (১০ মাস)

  • ভাঙ্গামোড় বটতলা গ্রামের হাসেন আলী (৩৫), স্ত্রী আলমিনা বেগম (২৯), মেয়ে হাছিনা (১৩), ছেলে আরিফ (৪), আরমান (২)

  • নাগেশ্বরী উপজেলার গোপালপুর গ্রামের আব্দুস ছালাম (৫০)।

এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর হাসনাইন বলেন “আন্তর্জাতিক নিয়ম মেনেই পতাকা বৈঠকের মাধ্যমে ২৪ বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহায়তায় তাদের পরিবারে ফিরিয়ে দেওয়া হয়েছে।”

 

একুশে সংবাদ/কু.প্র /এ.জে

Link copied!