AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৪ মে, ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে মায়ের কোল থেকে বিচ্ছিন্ন ৭ দিন বয়সী নবজাতক



স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে মায়ের কোল থেকে বিচ্ছিন্ন ৭ দিন বয়সী নবজাতক

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চরুয়াটারি এলাকায় স্বামী-স্ত্রীর পারিবারিক দ্বন্দ্বের জেরে মাত্র সাত দিন বয়সী এক নবজাতক মায়ের কোল থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শিশুটির মা জাহানারা বেগম জানান, ২৩ মে শুক্রবার ভোরে বাথরুমে যাওয়ার সময় তিনি তার সন্তানকে স্বামীর কাছে রেখে যান। ফিরে এসে দেখেন স্বামী নূর মোহাম্মদ নবজাতক সন্তানকে নিয়ে বাড়ি থেকে চলে গেছেন।

ঘটনার সূত্রে জানা যায়, নূর মোহাম্মদ শিশুটিকে নিয়ে যান তার তালাকপ্রাপ্ত স্ত্রী আসমাউল হুসনা আশার কাছে এবং শিশুটিকে তার জিম্মায় তুলে দেন। তবে আসমাউল হুসনা গণমাধ্যমে দাবি করেন, শিশুটির পরিচয় তিনি জানেন না এবং কেউ তাকে শিশু তুলে দেয়নি।

জাহানারা বেগম জানান, সন্তানের খোঁজ করতে গিয়ে তিনি নিস্তেজ হয়ে পড়েন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবির সূত্র ধরে তিনি নিশ্চিত হন যে ছবিতে থাকা শিশুটি তার সন্তান। এরপর রাতেই তিনি ছুটে যান ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে গিয়ে সন্তান ফেরত চাইলে বর্তমানে যার কাছে শিশু আছে তিনি তা দিতে অস্বীকার করেন।

জাহানারা বেগম আরও বলেন, ‘আমি প্রশাসনের হস্তক্ষেপ চাই। আমি শুধু আমার বাচ্চাটাকে ফিরে পেতে চাই।’

এ ঘটনায় নূর মোহাম্মদ স্বীকার করেছেন যে, তিনি শিশুটিকে তার সাবেক স্ত্রী আসমাউল হুসনার কাছে দিয়ে এসেছেন।

এ বিষয়ে ভুরুঙ্গামারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামসুজ্জামান বলেন, ‘শিশুটির তথ্য পেয়ে আমরা রাতেই তাকে মেডিকেলে ভর্তি করি। তদন্ত শেষে শিশুটিকে তার প্রকৃত মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।’
 

 

একুশে সংবাদ/ কু.প্র /এ.জে

Link copied!