AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৪ মে, ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কাজে দক্ষ, আচরণে মানবিক, পুলিশ কর্মকর্তা আজাদ



কাজে দক্ষ, আচরণে মানবিক, পুলিশ কর্মকর্তা আজাদ

চেহারায় মানবিকতার ছাপ। দুচোখে সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন। কাজে দক্ষ, আচরণে মানবিক। চরিত্রে দৃঢ়তা ও সততার প্রতিচ্ছবি। পুলিশ বিভাগের এমন বহুগুণের অধিকারী হলেন আবুল কালাম আজাদ।বাংলাদেশ পুলিশের মাদারীপুর জেলার ডাসার থানার সেকেন্ড অফিসার হিসেবে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন তিনি।

দেশেরে যে কজন পুলিশ কর্মকর্তার সততা, দক্ষতা ও মানবিক গুণে পুলিশের প্রতি মানুষেরই  ইতিবাচক দৃষ্টিভঙ্গি পরিলক্ষিত হচ্ছে আবুল কালাম আজাদ তাদের মধ্যে একজন। মেধা ও মননের সবটুকু দিয়েই কর্মজীবনকে এগিয়ে নিচ্ছেন তিনি। খুব সহজেই মানুষকে আপন করে নিতে পারেন মহৎ গুণের অধিকারী এই পুলিশ কর্মকর্তা। নিজের পরিবারের মতোই কর্মক্ষেত্রেও সহকর্মী এবং অধিনস্তদের প্রতি সহায়কের ভূমিকা পালন করেন তিনি। মানবসেবার চেতনা বুকে লালন করে সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে  এগিয়ে যাচ্ছেন।

জানা যায়, পুলিশ নিয়ে অনেকের বিরূপ ধারণা থাকলেও ডাসার থানার সেকেন্ড অফিসার আবুল কালাম আজাদ সে ধারণা সম্পূর্ণ বদলে দিয়েছেন। তিনি ১১-১০-২০২৪  তারিখ ডাসার থানায় সেকেন্ড অফিসার হিসেবে যোগদানের পর থেকে থানার আইনশৃঙ্খলাসহ সকল কার্যক্রম বদলে  যেতে শুরু করে।  এই  অফিসার  মানুষের চোখে একজন সৎ, আদর্শবান, ন্যায়নিষ্ঠ ও গরিবের বন্ধুসুলভ দক্ষ পুলিশ অফিসার হিসেবে ইতিমধ্যে পরিচিতি পেয়েছেন।

তার চোখে ধনী-গরিব, ভ্যানচালক  হতে সব শ্রেণি পেশার মানুষ সমান। উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও থানায় সেবা নিতে আসা বিভিন্ন মানুষের সাথে কথা বলে জানা যায় এমন তথ্য।

আবুল কালাম আজাদ ডাসার থানায় কর্মরত আছেন ৭ মাস যাবৎ। জানা গেছে, আবুল কালাম আজাদ পুলিশে যোগদানের পর থেকেই তিনি একে একে অপরাধ দমনে সক্রিয় ভূমিকা পালন করতে থাকেন। তিনি তার কর্মদক্ষতার কারণে  থানায় সেবা নিতে আসা মানুষের মন জয় করে নিতে সক্ষম হয়েছেন।

তার দায়িত্বরত এলাকার একাধিক মানুষ বলেন, তার অক্লান্ত পরিশ্রমে আজ আমাদের এলাকা মাদক, চাঁদাবাজ, দখলবাজ, ইভটিজার, মিথ্যা মামলায় হয়রানী, অস্ত্রধারী সন্ত্রাসী অনেকটাই  মুক্ত। তারা আরও বলেন, তার মতো একজন সৎ, ন্যায়নিষঠা এবং অন্যায়ের বিরুদ্ধে বজ্রকণ্ঠী আওয়াজ তোলা পুলিশ অফিসার পেয়ে আমরা সত্যিই ধন্য। তাকে যেকোনো সময় যেকোনো মুহূর্তে তাকে ফোন করলে পাওয়া যায় অথবা,পরে তিনি কল ব্যাক করেন । তারা  এই কর্মকর্তার মঙ্গল কামনা করার সাথে সাথে ভালো কাজের শত্রু বেশি থাকায় সকল বিপদ থেকে মুক্তি কামনা  করেন।

এই বিষয়ে জানতে চাইলে ডাসার থানার সেকেন্ড অফিসার আবুল কালাম আজাদ বলেন, মানবসেবার উন্মুক্ত প্লাটফর্ম পুলিশের চাকরি। সেবার মনোভাব নিয়ে নিজেকে জনসম্পৃক্ত রেখেই আমাদের কাজ করতে হয়।তিনি আরও বলেন, সরকার আমাদের পাঠিয়েছেন মানুষের মুখে হাসি ফোটাতে।তাদেরকে হেফাজত করতে।  মানুষের সাথে মিলেমিশে তাদের সুখ দুঃখ ভাগাভাগি করে নিতে। কতটুকু পেরেছি সেটা জনগণই ভালো বলতে পারবেন। তিনি বলেন, পিপিএম (বার) স্যার   ও সিনিয়র স্যারদের পরামর্শে  ও দিকনির্দেশনায় সব-সময় জনগণের জান মাল রক্ষার্থে কাজ করছি।

উপজেলার স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠন ‘উদ্দীপ্ত তরুণ প্রজন্ম  সংঘ’ এর সভাপতি মাওলানা হাবিবুর রহমান বলেন, অফিসার আবুল কালাম আজাদ যোগদান করার পর থেকেই সেবার মহান ব্রত নিয়ে কাজ করে যাচ্ছেন। তিনি উপজেলার মাদক, ছিনতাই, সন্ত্রাস, আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ গুরুত্বের সাথে কাজ করছেন। এজন্য অপরাধীরা এই কর্মকর্তার প্রতি নাখোশ।
তবে, তার মতো পুলিশ অফিসারের সান্নিধ্য পেলে অপরাধ দমনের ক্ষেত্রে  বাংলাদেশ পুলিশের ব্যাপক অগ্রগতি হবে।

উপজেলার একাধিক জনপ্রতিনিধির সাথে কথা বলে জানা গেছে, তিনি দল মতের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে সরকারি দায়িত্ব পালন করে যাচ্ছেন। উপজেলার সকল শ্রেণির মানুষের কাছে আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। তিনি ডাসার থানাকে একটি সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এলাকার একাধিক মানুষের  অভিমত, যে দিন বাংলাদেশের প্রতিটা থানায় আবুল কালাম আজাদের মতো সৎ পুলিশ অফিসার থাকবেন, সেদিনই বাংলাদেশ হয়ে উঠবে নিরাপদ, সুন্দর এবং শান্তিময় দেশ। সুদক্ষ, মেধাবী ও চৌকস এ পুলিশ কর্মকর্তার দীর্ঘায়ু কামনা করেন এলাকাবাসী।

 

একুশে সংবাদ/মা.প্র /এ.জে

Link copied!