দ্বীপজেলা ভোলার মনপুরায় ছাত্র কল্যাণভিত্তিক সুপরিচিত সেবামূলক সংগঠনটি নাম পরিবর্তন করে নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করেছে। বৃহস্পতিবার (২২ মে) এক অনাড়ম্বর ও হৃদয়গ্রাহী অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির নতুন নাম ‘প্রভাতরশ্মি মানবিক ফাউন্ডেশন’ ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরুণ স্বেচ্ছাসেবক এবং গণমাধ্যমকর্মীরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়,“প্রভাতরশ্মি” নামটি একটি নতুন ভোরের, নতুন আশার প্রতীক। এই নতুন পরিচয়ের মাধ্যমে সংগঠনটি সমাজের প্রতিটি প্রান্তে মানবিকতার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয় গ্রহণ করেছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা হাফেজ ওমর বিন নিজাম বলেন,“নাম বদল হলেও আমাদের মূল লক্ষ্য বদলায়নি। বরং আমরা এখন আরও সংগঠিত, আরও সচেতন এবং আরও বিস্তৃত কর্মকাণ্ডের দিকে এগিয়ে যাচ্ছি। ‘প্রভাতরশ্মি’ আমাদের স্বপ্নের নতুন রূপ।”
তিনি আরও জানান,“সংগঠনটি শিক্ষা, দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্যসেবা, পরিবেশ সচেতনতা ও দুর্যোগ মোকাবিলায় ভবিষ্যতে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায়।”
নতুন এই নাম ও রূপে মনপুরার মানুষের হৃদয়ে মানবিকতার নতুন আশার আলো জ্বেলে দিল ‘প্রভাতরশ্মি মানবিক ফাউন্ডেশন’।
একুশে সংবাদ/ভো.প্র /এ.জে