চাঁপাইনবাবগঞ্জে সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে চাঁপাইনবাবগঞ্জের নতুন স্টেডিয়ামে ৯৩ সাঁজোয়া বিগ্রেড বেঙ্গল ক্যাভালরি চাঁপাইনবাবগঞ্জ আর্মি ক্যাম্পের উদ্যোগে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সেনাবাহিনীর সূত্র থেকে জানা যায়, দিনব্যাপী চলমান এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চক্ষু ও গাইনি বিশেষজ্ঞসহ মোট পাঁচজন চিকিৎসক চিকিৎসাসেবা প্রদান করবেন এবং চিকিৎসা নিতে আসা রোগীদের ফ্রি ওষুধ সরবরাহ করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, আজকে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। এখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা মনোযোগ দিয়ে রোগীর সমস্যার কথা শুনছেন এবং চিকিৎসাসেবা দিচ্ছেন। তাছাড়া এখানে ফ্রি ওষুধও সরবরাহ করা হচ্ছে। এই ফ্রি চিকিৎসা ও ঔষুধ পেয়ে খুশি তারা।
চাঁপাইনবাবগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লে. কর্নেল এইচ এম সাদিক ওয়ালিদ জানান, সেনাবাহিনী প্রধানের প্রত্যয়ে অনুপ্রাণিত হয়ে সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার থেকেই এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। অসহায় ও সুবিধাবঞ্চিত জনগণের মাঝে মানবিক সহায়তা পৌঁছে দিতে সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাবে।
একুশে সংবাদ/ চাঁ.প্র /এ.জে