চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ইতি খাতুন (ছদ্মনাম) নামে ৪ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের বাজদিয়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে জুনায়েদ হোসেনের বিরুদ্ধে জীবননগর থানায় শুক্রবার সন্ধ্যায় লিখিত অভিযোগ করেছেন একই গ্রামের ভুক্তভোগী শিশুর মা রুকিয়া খাতুন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশু ইতি খাতুন গত ১৯ মে দুপুরে বাজদিয়া গ্রামের উত্তর পাড়ায় নিজ বাড়ির পাশে ঈদগাহ মাঠে প্রতিবেশী সিয়াম হোসেন (৬) ও সাইম হোসেনের (৬) সাথে খেলা করছিলো। এসময় জুনায়েদ হোসেন ভুক্তভুগী শিশু ইতি খাতুনকে তার মোবাইল ফোনে কার্টুন দেখানোর কথা বলে কৌশলে তার বাড়ির শয়নকক্ষে নিয়ে যায়। ইতি খাতুনের খেলার সাথীরা ঘরের মধ্যে প্রবেশ করতে চাইলে ঈদগাহ মাঠে তাদের রেখে আসা খেলনা পাহারা দেওয়ার কথা বলে তাদেরকে সেখান থেকে চলে যেতে বলা হয়। এ সুযোগে জুনায়েদ হোসেন ভুক্তভুগী শিশুর জামাকাপড় খুলে ধর্ষণের অপচেষ্টা করে। এক পর্যায়ে শিশুটির চিৎকারে জুনায়েদ হোসেন তাকে ঘর থেকে বাইরে বের করে দেয়। পরে ভুক্তভোগী শিশুটি বাড়িতে এসে তার মায়ের কাছে ঘটনাটি খুলে বলে।
এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে শিশুটির মা রুকিয়া খাতুন বাদী হয়ে জুনায়েদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগের প্রেক্ষিতে থানায় একটি শিশু ধর্ষণ মামলা নথিভুক্ত করা হয়েছে। আসামি জুনায়েদ হোসেন পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য জীবননগর থানা পুলিশ অভিযান চালাচ্ছে।
একুশে সংবাদ/ চ.প্র /এ.জে