“প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্য নয়, সাম্য চাই” এই স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার হাতে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে কোটচাঁদপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে অন্তর্ভুক্ত করার দাবিতে বুধবার সকালে উপজেলা পরিষদের সামনে সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা গেছে, ২০০৯ সাল থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতোই মেধা যাচাইয়ের লক্ষ্যে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। সর্বশেষ ২০২২ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় সরকারি বিদ্যালয়ের পাশাপাশি কিন্ডারগার্টেন শিক্ষার্থীরাও অংশ নেয়।
সরকারি নির্দেশনায় দুই বছর বন্ধ থাকার পর ২০২৫ সাল থেকে পুনরায় বৃত্তি পরীক্ষা চালুর ঘোষণা দেওয়া হয়েছে। তবে এবার বাদ রাখা হয়েছে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের। এই বৈষম্যের প্রতিবাদে কোটচাঁদপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মানববন্ধন কর্মসূচি পালন করে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শাহজাহান আলী ও সাধারণ সম্পাদক তরিকুল বাসার খন্দকার। এ সময় কোটচাঁদপুরের ১১টি কিন্ডারগার্টেন স্কুলের চতুর্থ ও পঞ্চম শ্রেণির প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
একুশে সংবাদ/জি.প্র/এ.জে