বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্থাটির বোর্ড সদস্য মো. সাইফুল ইসলাম হীরক।
শুক্রবার (২৩ মে) এক শোকবার্তায় তিনি বলেন, “ড. এম আসাদুজ্জামানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।”
তিনি আরও বলেন, “ড. এম আসাদুজ্জামান ছিলেন একজন সৎ, দক্ষ ও উদ্ভাবনী চিন্তাধারার প্রশাসক। তাঁর সৃষ্টিশীলতা, সততা ও কর্মনিষ্ঠা আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। তাঁর মৃত্যুতে বরেন্দ্র অঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ডে অপূরণীয় ক্ষতি হলো। এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।”
উল্লেখ্য, বিএমডিএ চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামান দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন। পাশাপাশি কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার রাতে তিনি শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকের কাছে যান। শুক্রবার সকালে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৫ বছর।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি বিএমডিএ’র চেয়ারম্যান পদে নিয়োগ পান। ১৯৯২ সালে সংস্থাটির প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং পরে নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
একুশে সংবাদ/রা.প্র /এ.জে