পটুয়াখালী জেলা ও দুমকী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে পারফরম্যান্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি)-এর আওতায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা শিক্ষা অফিসার মুহা. মুজিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন এবং জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মো. আবু হানিফ প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “শুধু ভালো ফল করলেই হবে না, ভালো মানুষ হতে হবে। বিশ্বমানের জ্ঞান ও দক্ষতা অর্জন করে আন্তর্জাতিক মানের সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। এ জন্য বই পড়ার অভ্যাস গড়ে তোলা জরুরি।”
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ২০২২-২৩ শিক্ষাবর্ষে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ৪০ জন মেধাবী শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
এর আগে প্রতিটি এসএসসি উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীকে ১০ হাজার টাকা এবং এইচএসসি উত্তীর্ণদের ২৫ হাজার টাকা করে নগদ পুরস্কার দেওয়া হয়।
একুশে সংবাদ/প.প্র/এ.জে