AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুরে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ পালিত



ফরিদপুরে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ পালিত

জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়”—এই স্লোগানে ফরিদপুরে উদযাপিত হলো ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫।

ফরিদপুরের তারার মেলা ঈশান মেমোরিয়াল স্কুল মাঠ প্রাঙ্গণে ২১ ও ২২ মে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হয় এ বিজ্ঞান উৎসব।

বুধবার (২১ মে) এ উৎসবের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান তালুকদার।

ফরিদপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। জেলার ৯টি উপজেলা ছাড়াও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল—মহিম ইনস্টিটিউট, জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ, তারার মেলা ঈশান মেমোরিয়াল স্কুল, ক্লাডিট টেক ইনস্টিটিউট, প্রসিড বিজ্ঞান ক্লাব, রোবটিক্স অ্যান্ড সায়েন্স ক্লাব, ডোমরাকান্দী উচ্চ বিদ্যালয়, ফরিদপুর জিলা স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ, মুসলিম মিশন কলেজ, সরকারি ইয়াছিন কলেজ, সরকারি রাজেন্দ্র কলেজ, টিচার্স ট্রেনিং কলেজ এবং পলিটেকনিক ইনস্টিটিউট ফরিদপুর।

তবে উল্লেখযোগ্য যে, ফরিদপুর পৌর এলাকায় অবস্থিত অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানকেই এ আয়োজনে প্রত্যক্ষ অংশগ্রহণ করতে দেখা যায়নি। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে—ফরিদপুর সরকারি কলেজ, সিটি কলেজ, মহাবিদ্যালয়, কৃষি কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, মেরিন একাডেমি, টেক্সটাইল ইনস্টিটিউট, হিতোষী উচ্চ বিদ্যালয়, বায়তুল মোকাদ্দম ইনস্টিটিউট, সারদা সুন্দরী উচ্চ বিদ্যালয়, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ফরিদপুর উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়, আদর্শ উচ্চ বিদ্যালয়, ঈশান বালিকা উচ্চ বিদ্যালয়, ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়, হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, কবিরবাগ স্কুল অ্যান্ড কলেজ, আনছার উদ্দিন উচ্চ বিদ্যালয়, নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয় এবং শোভারামপুর উচ্চ বিদ্যালয়।

এছাড়াও ফরিদপুর সদর উপজেলার ১২টি ইউনিয়নের কোনো মাদ্রাসা প্রতিষ্ঠানকেও সরাসরি অংশ নিতে দেখা যায়নি। অথচ এসব প্রতিষ্ঠান সরকারি অনুদানে বিজ্ঞান গ্রন্থাগার পরিচালনা করে থাকে।

এ বিষয়ে সচেতন মহল প্রশ্ন তুলেছেন—প্রতিষ্ঠানগুলো যদি নিজ উদ্যোগে এ ধরনের আয়োজনে অংশ না নেয়, তবে সরকারের এতো আয়োজনের সুফল কীভাবে নিশ্চিত হবে? এটি কি কেবল অবহেলা, নাকি শিক্ষাক্ষেত্রে পিছিয়ে দেওয়ার পরিকল্পিত উদাসীনতা?

বিজ্ঞান ও প্রযুক্তির এ যুগে শিক্ষাখাতে অব্যবস্থাপনা ও অমনোযোগী মনোভাব জাতির ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে মত দিয়েছেন অভিভাবক ও সংশ্লিষ্টরা।

দুই দিনব্যাপী এ আয়োজনে স্টল প্রদর্শনী, বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট উপস্থাপন ও প্রযুক্তি আলোচনা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২২ মে) বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে এই উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়।

 

একুশে সংবাদ/ফ.প্র /এ.জে

Link copied!