ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে নতুন করে চাপ সৃষ্টি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণের কর্মী হোসাইন মোহাম্মদ আনোয়ার। আগামী ৭ দিনের মধ্যে সিটি নির্বাচনের সিডিউল ঘোষণার জন্য সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে তার পক্ষে।
বৃহস্পতিবার (২২ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান স্বাক্ষরিত এ লিগ্যাল নোটিশটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।
এদিকে, সম্প্রতি বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট হাইকোর্ট খারিজ করে দেয়। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ রায়ে বলেন, রিটকারীর এখতিয়ার না থাকায় তা খারিজ করা হলো।
ইশরাকের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন রায়ের পর জানান, হাইকোর্টের এই আদেশের ফলে ইশরাকের শপথ নিতে আর কোনো আইনি বাধা নেই এবং ২৬ মে’র মধ্যে শপথ না হলে তা আদালত অবমাননা হিসেবে বিবেচিত হতে পারে।
তবে রিটকারী পক্ষের আইনজীবী কাজী আকবর আলী জানান, তারা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যাবেন এবং আপিল বিচারাধীন থাকা অবস্থায় শপথ দেওয়া যাবে না বলে মনে করেন।
এই প্রেক্ষাপটে এনসিপি সমর্থিত পক্ষ থেকে নির্বাচনের পূর্ণাঙ্গ সিডিউল ঘোষণার দাবি নতুন মাত্রা যোগ করেছে। আন্দোলন ও আইনি লড়াইয়ের মধ্যে রাজধানীর দুই সিটির নির্বাচন প্রশ্নে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ছে।
একুশে সংবাদ/ চ.ট /এ.জে