AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবিতে বিএনপির বিক্ষোভ



মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবিতে বিএনপির বিক্ষোভ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের পুনর্বাসনের চেষ্টার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আল্লাহ চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, “৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পরও মুরাদনগরে তাদের দোসররা অবাধে বিচরণ করছে। কিছুদিন লোকচক্ষুর আড়ালে থাকলেও, উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ও তার পিতার সঙ্গে সমঝোতার মাধ্যমে আওয়ামী দোসররা আবার সক্রিয় হয়ে উঠেছে। সারাদেশে যেখানে স্বৈরাচারের দোসরদের গ্রেপ্তার করা হচ্ছে, সেখানে মুরাদনগরে বিএনপি নেতাকর্মীরাই মিথ্যা মামলার শিকার হচ্ছেন।”

বক্তারা আরও বলেন, “আসিফ মাহমুদের ইশারায় আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। পুলিশ প্রশাসনের নিরবতায় আওয়ামী লীগের সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারী ও অবৈধ ড্রেজার ব্যবসায়ীরা দাপিয়ে বেড়াচ্ছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে আওয়ামী দোসরদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছি।”

উপজেলা যুবদলের সদস্য মাসুম মুন্সির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও বিএনপি নেতা দুলাল দেবনাথ, বৈষম্যবিরোধী আন্দোলন ও ছাত্রদল নেতা নাহিদুল ইসলাম নাইম ।

এছাড়াও উপস্থিত ছিলেন—নজরুল ইসলাম, হাজী ইদ্রিস, সোহেল আহমেদ বাবু, কাজী তাহমিনা, নায়েব আলী, এডভোকেট নাসির উদ্দিন, মাসুদ রানা, সৈয়দ হাসান আহমেদ, ফারুক আহমেদ বাদশা, খাইরুল হাসান, নাজিম উদ্দিন, সুমন মিয়াসহ পাঁচ সহস্রাধিক নেতাকর্মী।

 

একুশে সংবাদ/কু.প্র /এ.জে

Link copied!