AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মেয়ের জামা হাতে কাঁদছেন মা, দুই মাসেও খোঁজ নেই প্রিয়াঙ্কার


Ekushey Sangbad
নাজমুল করিম, সাভার, ঢাকা
০৬:২৬ পিএম, ২১ মে, ২০২৫

মেয়ের জামা হাতে কাঁদছেন মা, দুই মাসেও খোঁজ নেই প্রিয়াঙ্কার

মেয়ের মলিন একটি জামা কোলে নিয়ে নীরবে কাঁদছিলেন পদ্মা রানী (৩৫)। পাশেই মেয়ের পাসপোর্ট সাইজের ছবি হাতে নিয়ে নির্বাক বসেছিলেন তার স্বামী প্রফুল্ল রাজবংশী (৪৪)। প্রায় দুই মাস ধরে নিখোঁজ তাদের বড় মেয়ে, প্রিয়াঙ্কা রাজবংশী (১৬)। পুলিশের সহায়তায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে অসহায় হয়ে পড়েছেন মা-বাবা।


পরিবার জানায়, ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের কাওয়ালীপাড়া এলাকায় নিজেদের বাড়ির পাশ থেকেই গত ১৯ মার্চ সন্ধ্যায় নিখোঁজ হন প্রিয়াঙ্কা। ওই সময় মুদি জিনিস কিনতে পাশের দোকানে গিয়েছিলেন তিনি।


পরিবারের অভিযোগ, পার্শ্ববর্তী ভাবনহাটি এলাকার এক যুবক দীর্ঘদিন ধরে প্রিয়াঙ্কাকে উত্যক্ত করছিলেন। একপর্যায়ে তিনি অপহরণের হুমকি দেন। এরপর ওই দিন সন্ধ্যায় আগে থেকে ওত পেতে থাকা যুবক তার পরিবার ও কয়েকজন সহযোগীর সহায়তায় একটি সিএনজিচালিত অটোরিকশায় করে প্রিয়াঙ্কাকে অপহরণ করে নিয়ে যায়।


এ ঘটনায় গত ২৬ এপ্রিল ধামরাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং-২৯) করেন প্রিয়াঙ্কার বাবা প্রফুল্ল রাজবংশী। মামলায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও একজন বা দুজনকে আসামি করা হয়।


আসামিরা হলেন ভাবনহাটি এলাকার মো. আশরাফুল হোসেন (২০), তার বাবা ইমান আলী (৪৪), মা আনোয়ারা বেগম (৩৮) এবং আবু বক্কর (৪৪)।


মামলার এজাহারে বলা হয়, আশরাফুল হোসেন দীর্ঘদিন ধরে প্রিয়াঙ্কাকে উত্যক্ত করছিলেন। বিষয়টি জানার পর তার বাবা প্রফুল্ল একাধিকবার নিষেধ করলেও তারা শাসন না করে আশরাফুলকে উসকানি দেয়। এরপর অপহরণের হুমকির বিষয়টি সামনে আসে।


প্রফুল্ল রাজবংশী বলেন, ‘ঘরে ঢুকলেই মেয়েটার কথা মনে পড়ে। ঘর ভর্তি তার জামাকাপড়, পড়ার বই, জিনিসপত্র। দেড় মাস ধরে তাকে দেখতে পারছি না। বেঁচে আছে, মেরেই ফেলল নাকি পাচার করে দিল- কিছুই জানি না। সবার কাছে অনুরোধ, আমার মেয়েটাকে আমার কাছে ফেরত এনে দেন। পুলিশ, আদালত, আইন ধরলাম। তারা চেষ্টা করছে। কিন্তু এখনও মেয়েটাকে এনে দিতে পারল না কেউ। আমি আমার মেয়েটাকে ফেরত চাই।’


কান্নাজড়িত কণ্ঠে প্রিয়াঙ্কার মা পদ্মা রানী বলেন, ‘আমি আমার মেয়েটাকে খুব আদর করে মানুষ করছি। বড় করছি। মেয়েটা দেড়টা মাস ধরে কোথায় আছে জানি না। কিছু করতে পারছি না। বেঁচে আছে নাকি মারা গেল, আমি আমার মেয়েটা ফেরত চাই।’


প্রতিবেশীরাও ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। মিনু রানী নামে একজন বলেন, ‘মেয়ের মা-বাবা অনেক কষ্ট করে তাকে মানুষ করেছে। পরীক্ষা দিত কিছু দিন পর। সেই মেয়েটা এভাবে নিখোঁজ হয়ে গেল। খুঁজেও পায় না। দরিদ্র পরিবারটা অসহায় হয়ে পড়েছে। মেয়েটা অনেক ভালো ছিল। আপনারা সবাই তাকে একটু খুঁজে বের করে দেন।’


এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘প্রিয়াঙ্কা নিখোঁজের বিষয়ে অত্র থানায় একটি মামলা করা হয়েছে। একজন এজাহারনামীয় আসামি গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তাকে উদ্ধারের জন্য অভিযান চলমান আছে। অতি শীঘ্রই আশা করি তাকে আমরা উদ্ধার করতে পারব।’


একুশে সংবাদ////র.ন

Link copied!