শেরপুরের নালিতাবাড়ীতে আবারও একটি বার্মিজ প্রজাতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ মে) সকালে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের ধোবাকুড়া বাজারের একটি মিষ্টির দোকান থেকে ওই সাপটিকে উদ্ধার করা হয়েছে। পরে বনবিভাগের সহায়তায় অজগর সাপটিকে মধুটিলা ইকোপার্ক এলাকায় গহীন অরণ্যে ছেড়ে দেয়া হয়।
স্থানীয়রা জানায়, বুধবার (২১ মে) সকালে নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের ধোবাকুড়া বাজারে একটি মিষ্টির দোকানের পিছনে বার্মিজ প্রজাতির অজগরটি দেখতে পেয়ে বনবিভাগে খবর দেন স্থানীয়রা। পরে বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে অজগর সাপটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করেন।
বনবিভাগের মধুটিলা রেঞ্জের বন কর্মকর্তা দেওয়ান আলী জানান, আজ সকালে পোড়াগাঁও ইউনিয়নের ধোবাকুড়া বাজারে অজগর সাপ ঘোরাফেরা করছে এমন সংবাদের ভিত্তিতে বনবিভাগের লোকজন সেখানে গিয়ে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। এটি একটি বিরল প্রজাতির বার্মিজ পাইথন জাতের সাপ। ৫ ফুট লম্বা মাঝারি আকৃতির অজগর সাপটি একটি সংরক্ষিত বন্যপ্রাণী। প্রকৃতির ভারসাম্য রক্ষায় এ প্রজাতির সাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নিরাপত্তা ও প্রাকৃতিক পরিবেশ রক্ষার স্বার্থে অজগরটিকে মধুটিলা রেঞ্জ এলাকায় একটি গভীর বনে অবমুক্ত করা হয়েছে।
এর আগে গত শনিবার (১৭ মে) ঝিনাইগাতী উপজেলার মরিয়ম নগর গ্রামের ধানক্ষেত থেকে অপর একটি একই প্রজাতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে ওই সাপটিকে গজনী রেঞ্জের গহীন পাহাড়ী এলাকায় অবমুক্ত করা হয়।
একুশে সংবাদ////র.ন