মাগুরার শ্রীপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে গতকাল বুধবার সকালে উপজেলা প্রাণিসম্পদ অডিটোরিয়ামে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সমাজসেবা অফিসার মো. আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী। বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. জাকির হোসেন, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ইদ্রিস আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মামুন খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবদুল গণি ও মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল প্রমুখ।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক তাহেরা জেসমিন। এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোল্লা মিজানুর রহমান, দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মহিদুল আলমসহ আরও অনেকে।
সেমিনারে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের প্রতিনিধি, প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
এ সময় সেমিনারে বক্তাগণ বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের বিষয়ে বলেন, বাংলাদেশের আদি ও ঐতিহ্যবাহী পেশাজীবী জনগোষ্ঠী কালের বিবর্তনে বিলুপ্তির পথে। আমাদের লোকজ পণ্য যেমন, বাঁশবেত শিল্পী, শতরঞ্জির কারিগর, কামার, কাসা ও পিতল, কুমোর, নাপিত পেশাজীবীরা বর্তমানে আর্থসামাজিক বিচারে এই প্রান্তিক শ্রেণিতে উপনীত হয়েছে। এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়নে পাইলট ভিত্তিক এ প্রকল্পটি গ্রহণ করা হয়েছে।
একুশে সংবাদ////র.ন