যশোরের বেনাপোল সীমান্তে বিজিবির পৃথক অভিযানে প্রায় ১১ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মাদক ও বিভিন্ন পণ্যসামগ্রী আটক করা হয়েছে।
মঙ্গলবার (২০ মে) দিনব্যাপী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৯ ব্যাটালিয়নের আওতাধীন বেনাপোল বিওপি, আইসিপি, আমড়াখালী এবং চৌগাছার আন্দুলিয়া ক্যাম্পের টহল দল সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব পণ্য আটক করে। জব্দকৃত পণ্যের সিজার মূল্য ১০ লাখ ৭২ হাজার ৬৫৯ টাকা বলে জানা গেছে।
৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী এক প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ, ভারতীয় ফেন্সিডিল, শাড়ি, কম্বল, চোখ চকলেট, বিভিন্ন প্রকার চকলেট, কিসমিস, ফোসকা, জিরা, চিনি, বিভিন্ন ধরনের ওষুধ এবং কসমেটিকস সামগ্রী আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তবে তাদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/য.প্র/এ.জে