নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫২ কেজি গাঁজা ও ৫২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
তথ্যসূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) অংকুর কুমার ভট্টাচার্য্য, এসআই (নিঃ) মো. সোহেল মিয়া, এএসআই শহিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স রবিবার (১৮ মে) দিবাগত রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে গাউছিয়া এলাকায় অভিযান চালান। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, রূপগঞ্জ থানাধীন লাভড়াপাড়া এলাকায় মাদক ব্যবসায়ী মো. ইউসুফ মিয়া (৩০) নিজ গোয়ালঘরে গাঁজা ও ফেনসিডিল বিক্রয়ের প্রস্তুতি নিচ্ছেন।
সংবাদের সত্যতা যাচাই করে রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তিনজন মাদক কারবারি পালানোর চেষ্টা করে। এ সময় রূপগঞ্জের লাভড়াপাড়া এলাকার মো. মুকুল ওরফে মকবুল মিয়ার ছেলে মো. ইউসুফ মিয়া (৩০)-কে ঘটনাস্থল থেকে আটক করা হয়। তবে বাকি দুই মাদক কারবারি— মো. ইব্রাহিম বাবু (২৮) ও মো. বিজয় মিয়া ওরফে হাফিজুর রহমান (২৬)—সুকৌশলে পালিয়ে যান।
আটক ইউসুফ মিয়ার গোয়ালঘর তল্লাশি করে ৫২ কেজি গাঁজা (যার আনুমানিক বাজার মূল্য ১৫,৬০,০০০ টাকা) এবং তিনটি পাটের বস্তা থেকে ৫২০ বোতল ফেনসিডিল (মূল্য আনুমানিক ১৫,৬০,০০০ টাকা) উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে ইউসুফ মিয়া স্বীকার করেন, তিনি পলাতক দুই সহযোগীর সহায়তায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে গাঁজা ও ফেনসিডিল সংগ্রহ করে রূপগঞ্জসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছেন।
আটক আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
একুশে সংবাদ/ না.প্র/এ.জে