AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধে হামলা, আহত-৪



সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধে হামলা, আহত-৪

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জমি নিয়ে বিরোধের জেরে হামলায় ৪ জনকে আহত করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল সোমবার দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের গোলনগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আমিনুল ইসলাম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।   

সূত্রে জানা যায়, উপজেলার উপজেলার সাদিপুর ইউনিয়নের গোলনগর এলাকায় আব্দুর রশিদ মিয়ার সাথে তার ছোট ভাই মো. ফজলুল হকের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে এলাকার বিচার সালিশ করলেও কোনো সমাধান হয়নি। সোমবার সকালে সার্ভেয়ার দিয়ে জমি মেপে সীমানা খুঁটি দেওয়া হয়।

কিন্তু সেই খুঁটি উপড়ে ফেলে দেয় মফিজুল ইসলাম গংরা। এ নিয়ে কথা কাটাকাটি হয় আব্দুর রশিদের সাথে মফিজুল ইসলাম গংদের। এ সময় মফিজুল ইসলামের নেতৃত্বে দেলোয়ার হোসেন, আজিজুল ইসলাম, রফিকুল ইসলাম, কবির হোসেন, ফজলুল হক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে আব্দুর রশিদ, শাহজাহান, আমিনুল ইসলাম ও নাঈমকে পিটিয়ে আহত করে।  

আহত আমিনুল ইসলাম বলেন, আমার বাবার পৈতৃক সম্পত্তির ভাগবাটোয়ারা করার পরও দখল দিচ্ছে না। আমাদের উপর হামলা করে আমিসহ চারজনকে পিটিয়ে আহত করেছে। আমরা এর বিচার চাই। 

 

একুশে সংবাদ/ না.প্র/এ.জে
 

Link copied!