“জত্নে রাখি শিশু ও মা, গড়ি আগামীর সম্ভাবনা” প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে সোমবার উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে মা ও শিশু সহায়তা কর্মসূচির বাস্তবায়ন নির্দেশিকা-২০২৪ বিষয়ক উপজেলা কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এটি সাপোর্ট ইমপ্লিমেন্টেশন অফ মাদার এন্ড চাইল্ড বিনিফিট প্রোগ্রাম শীর্ষক প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় মহিলা বিষয়ক অধিদপ্তর মাগুরার উপ-পরিচালক আব্দুল আওয়াল সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী।
ভিডিও কলে কোর্স পরিচালক ও প্রকল্প পরিচালক (যুগ্ম-সচিব) ড. প্রকাশ কান্তি চৌধুরী সার্বিক দিকনির্দেশনা এবং সুপরামর্শ প্রদান করেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল স্বাগত বক্তব্য রাখেন।
প্রশিক্ষণে উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব এবং বিভিন্ন সরকারি বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। কর্মশালায় মা ও শিশু সহায়তা কার্যক্রম, সুবিধা প্রাপ্তির শর্তাবলী, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের দায়িত্ব, রিসোর্সপুল কার্যক্রম, উপকারভোগী নির্বাচন প্রক্রিয়া, প্রসবপূর্ব ও পরবর্তী সেবা, ডিজিটাল পেমেন্ট পদ্ধতি, অভিযোগ নিষ্পত্তি এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
একুশে সংবাদ/ মা.প্র/এ.জে