AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আপনাদের কর্ম ও আচরণের উপর নির্ভর করবে দেশের সম্মান : জেলা প্রশাসক নরসিংদী


Ekushey Sangbad
সাইফুল ইসলাম, নরসিংদী
০৭:১২ পিএম, ১৯ মে, ২০২৫

আপনাদের কর্ম ও আচরণের উপর নির্ভর করবে দেশের সম্মান : জেলা প্রশাসক নরসিংদী

ফ্রি ভিসায় বিদেশ গমনকারীদের কাজের কোনো নিশ্চয়তা থাকে না, বরং নানাভাবে হয়রানির শিকার হতে হয়—এমন মন্তব্য করেছেন বক্তারা। সোমবার (১৯ মে) নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস আয়োজিত ‘দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ’ শীর্ষক সেমিনারে এসব কথা বলা হয়।

সেমিনারে বক্তারা জানান, বিদেশে যাওয়ার আগে সংশ্লিষ্ট সকল তথ্য ভালোভাবে জেনে নেওয়া জরুরি। অনেকেই দালাল ও মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে ফ্রি ভিসায় বিদেশ যান, যা পরবর্তীতে ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। কাজ না পেয়ে অনেককে খালি হাতে দেশে ফিরতে হয়। তাই বিদেশগমনেচ্ছুদের সরকারি ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণ নেওয়ার পরামর্শ দেন বক্তারা।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বলেন,
“আপনারা যেদেশেই যাবেন, সেই দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। কোনোভাবেই আইন লঙ্ঘন করা যাবে না। আপনাদের কর্ম ও আচরণের উপর নির্ভর করবে আপনাদের দেশের সম্মান। সেজন্য কর্মক্ষেত্রে ভালো আচরণ বজায় রাখবেন। আপনার খারাপ আচরণে দেশের সম্মান যেন ক্ষুণ্ন না হয়।”

তিনি আরও বলেন, “বিদেশ গেলে সঙ্গে সঙ্গে সাফল্য আসবে না। সাফল্যের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। কোনো অবৈধ প্রলোভনে পা দিলে বড় ধরনের বিপদের মুখে পড়তে হবে। তাই এসব ফাঁদ থেকে সাবধান থাকতে হবে।”

সেমিনারে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—নরসিংদীর সিভিল সার্জন ডা. সৈয়দ আমীরুল হক শামীম, পুলিশের নরসিংদী সদর থানার অতিরিক্ত সার্কেল আনোয়ার হোসেন, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মো. নূরুল ইসলাম এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক এ. কে. এম দাউদুল হক প্রমুখ।

 

একুশে সংবাদ/ন.প্র/এ.জে

Link copied!