কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার সদর ইউনিয়নের উত্তর মরিচাকান্দি গ্রামে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৭৫ বছর।
সোমবার সকালে স্থানীয়রা রৌমারী-রাজীবপুর ডিসি সড়কে ওই বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে। পরে রাজীবপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠায়।
স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান বলেন,“সকালে দেখি একজন বৃদ্ধ মানুষ রাস্তার ওপর পড়ে আছে। কাছে গিয়ে ডাকাডাকি করলেও কোনো সাড়া মেলেনি। পরে আমরা পুলিশে খবর দিই। ধারণা করা হচ্ছে, রাত বা ভোর রাতে কোনো যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।”
স্থানীয় সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন ওই বৃদ্ধ বেশ কয়েক মাস ধরে উপজেলার বটতলা এলাকায় অবস্থান করতেন। তিনি কথা বলতে পারতেন না এবং ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবনযাপন করতেন। রাত কাটাতেন বিভিন্ন দোকানের বারান্দায়।
রাজীবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুজ্জামান বলেন, “বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”
একুশে সংবাদ/ কু.প্র/এ.জে