বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামিল আহম্মেদ (৪২) আটক হয়েছেন। তার পাসপোর্ট নম্বর: এও-৩৫৬৬৫৩৯।
সোমবার (১৯ মে) বেলা ১১টার দিকে মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার সময় পাসপোর্ট এন্ট্রিতে স্টপ লিস্টে নাম থাকায় তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। জামিল আহম্মেদ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার জয়নাল আবেদীনের ছেলে।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আহম্মেদ। তিনি জানান, জামিল আহম্মেদ বেনাপোল ইমিগ্রেশন ভবনে প্রবেশ করে পাসপোর্ট জমা দিলে অনলাইন সিস্টেমে তার নামে স্টপ লিস্টে থাকার বিষয়টি ধরা পড়ে। সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে জানা যায়, তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য এবং মারামারির ঘটনায় মামলা রয়েছে।
ওসি আরও জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে জামিল আহম্মেদকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া বলেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
একুশে সংবাদ/ য.প্র/এ.জে