ফরিদপুরের সদরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আয়ুব ফকিরের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সংগঠনটি।
সোমবার (১৯ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ সদরপুর উপজেলা শাখার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মো. আয়ুব ফকিরকে একটি গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছে। তারা বলেন, তিনি একজন শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মী, তাকে গ্রেপ্তার করে জনগণের মতপ্রকাশের স্বাধীনতা রুদ্ধ করার অপচেষ্টা চলছে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সদরপুর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাওলানা রবিউল ইসলাম ভাসানী, ওলামা পরিষদের সভাপতি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাওলানা আফতাব উদ্দিন, হাফেজ মাওলানা মুক্তার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান।
বক্তারা আরও বলেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আয়ুব ফকিরের বিরুদ্ধে আনা অভিযোগগুলো যাচাই করা হোক। যদি কোনো ষড়যন্ত্র থেকে থাকে, তা যেন সঠিকভাবে উৎঘাটন করা হয়।
মানববন্ধন শেষে আয়ুব ফকিরের মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
উল্লেখ্য, শনিবার (১৭ মে) দিবাগত রাত ১টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের যাত্রাবাড়ি ও ঠেঙ্গামারী গ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। সদরপুর থানা পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতদের মধ্যে থানায় হামলা, অস্ত্র লুট, ডাকাতি ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন।
একুশে সংবাদ/ ফ.প্র/এ.জে