বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বলইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির এডহক সভাপতি হিসেবে নবনিযুক্ত কাজী সাহারুজ্জামান নিপাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিয়েছেন শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সোমবার (১৯ মে) বেলা ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হলে প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মচারী এবং এলাকার মানুষ তাকে সাদরে স্বাগত জানান।
এ সময় উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল, সদস্য সচিব আব্দুল জব্বার মোল্লা, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরবর্তীতে কাজী সাহারুজ্জামান নিপার সভাপতিত্বে বিদ্যালয় পরিচালনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে তিনি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বলেন, “এই বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিক্ষার্থীদের মাঝে তুলে ধরে তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, “বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় বলইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তর করতে চাই।”
একুশে সংবাদ/বা.প্র/এ.জে