AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৯ মে, ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মধ্যনগরে প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ল্যাপটপ বিতরণ



মধ্যনগরে প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ল্যাপটপ বিতরণ

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় প্রাথমিক শিক্ষাকে ডিজিটাল ও যুগোপযোগী করার লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

রবিবার (১৮ মে) বিকেল সাড়ে ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে উপজেলার ৮২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে এসব প্রযুক্তি সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন ফারুকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অজয় রায়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়। তিনি বলেন,“শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্পন্ন শিক্ষা প্রদানে এই প্রযুক্তি সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে করে শিক্ষার পরিবেশ যেমন উন্নত হবে, তেমনি শিক্ষার্থীরাও আগ্রহী হয়ে উঠবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন। এছাড়া বক্তব্য রাখেন স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রমা রঞ্জন সরকার ও সাকী তালুকদার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই প্রযুক্তি বিতরণ মধ্যনগরের শিক্ষা খাতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। মাল্টিমিডিয়া উপকরণ ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীরা আরও বাস্তবভিত্তিক ও আনন্দময় পাঠ গ্রহণ করতে পারবে বলে তারা আশা প্রকাশ করেন।

 

একুশে সংবাদ/সু.প্র/এ.জে

Link copied!