নওগাঁর মান্দায় জুলফিকার আলী ভুট্টু নামে এক প্রবাসীর জমি জবরদখলের অভিযোগ পাওয়া গেছে । ঘটনাটি ঘটেছে উপজেলার ১৪নং বিষ্ণুপুর ইউনিয়নের পশ্চিম দূর্গাপুর গ্রামে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ইংল্যান্ড প্রবাসীর পক্ষে কেয়ারটেকার পিন্টু রহমান পশ্চিম দূর্গাপুর গ্রামের প্রতিপক্ষ মৃত উপ্যার ছেলে আজিবর মন্ডল (৬০), আজিবরের স্ত্রী জরিনা খাতুনের (৫৫) বিরুদ্ধে মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারী কেয়ারটেকার পিন্টু জানান, পশ্চিম দূর্গাপুর গ্রামের এস.এম জালাল উদ্দিন আহমেদের ছেলে ইংল্যান্ড প্রবাসী জুলফিকার আলী ভুট্টু আমার প্রতিবেশী ভাই। আমি ছোট থেকে তাদের বাসায় মানুষ হয়েছি। আমার প্রবাসী ভাই স্বপরিবারে ইংল্যান্ডে থাকায় তার সমস্ত সম্পত্তি এবং ঘরবাড়ি আমি দেখাশুনা করি। আমার প্রবাসী ভাই ২০১৮ সালে একই গ্রামের জালাল মোহরীর কাছ থেকে পুকুরের পাড়সহ একটি পুকুর ক্রয় করেন। পুকুর ক্রয় করার পর থেকে অদ্যবধি তারা ভোগদখল করে আসছেন। আমার প্রবাসী ভাই বাড়িতে না থাকায় প্রতিপক্ষের লোকজন পুকুরের পাড়ে থাকা ৪টি আমগাছ জোর পূর্বক দখল নিতে বেশকিছুদিন থেকে পাঁয়তারা করছেন। আমি তাদেরকে বাধা প্রদান করলে তারা আমাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান অব্যাহত রেখেছেন। এরই জের ধরে গত শনিবার সকালে একই গ্রামের প্রতিপক্ষ আজিবর রহমান মন্ডলসহ তার লোকজন আমার প্রবাসী ভাইয়ের ক্রয়কৃত পুকুর পাড়ে অনধিকার প্রবেশ করে পুকুর পাড়ের ৪টি আম গাছ দখল নিতে এবং আম পাড়তে যান। তখন আমি সংবাদ পেয়ে পুকুর পাড়ে গেলে প্রতিপক্ষের লোকজন আমাকে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে।
এমতাবস্থায় আমি তাদেরকে গালাগাল করতে নিষেধ করলে তারা আমাকে মারধর করতে আসে। বর্তমানেও বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি অব্যাহত রেখেছেন। বিষয়টি প্রবাসী ভাইয়ের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করেছি । এর থেকে পরিত্রাণ পেতে সকলের সহযোগিতা কামনা করেছেন প্রবাসী জুলফিকার আলী ।
এ বিষয়ে প্রতিপক্ষের আজিবর মন্ডল তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, বিবদমান জমিটির মধ্যে ৭০ শতক সম্পত্তি তিনি লিজ নিয়েছেন। এরপর স্থানীয় সার্ভেয়ার দিয়ে জমি জরিপ করার পর তিনি তা বুঝে নেওয়ার জন্য খুঁটি দিয়ে চিহ্ন করে রেখেছেন। তিনি কারো জমি জবরদখল করেননি বলেও দাবি করেন।
এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে