ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজারে বজ্রপাতের ঘটনায় একটি তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় বাজারের ব্যবসায়ী আমির হোসেনের তুলার গোডাউনের পাশের একটি খেজুর গাছে বজ্রপাত হলে গাছে আগুন ধরে যায়। পরে আগুনে পুড়ে যাওয়া গাছের একটি অংশ গোডাউনের চালের ওপর পড়ে এবং সঙ্গে সঙ্গে গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে।
কানাইপুর বাজারের ব্যবসায়ী দিপংকর ঘোষ বলেন, “ঝড়ের সময় খেজুর গাছে বজ্রপাত হলে আগুন ধরে যায়। গাছের জ্বলন্ত অংশ গোডাউনের ছাদে পড়ে, ফলে তুলার গোডাউনে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিস আসার আগেই তুলার বেশিরভাগ অংশ পুড়ে যায়।”
ঘটনার খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।
ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নজরুল ইসলাম জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। এসে জানতে পারি, বজ্রপাত থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ পরবর্তীতে নিরূপণ করা যাবে।”
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
একুশে সংবাদ/ ফ.প্র/এ.জে