চট্টগ্রামের কালুরঘাট সেতুর উচ্চতা প্রতিবন্ধকে ধাক্কা লেগে মুহাম্মদ আসিফ (১৯) নামে এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ মে) বিকেলে সেতুর পূর্ব প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসিফ বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকলিয়া গ্রামের তুলাতল এলাকার শের মিয়ার ছেলে। তিনি কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আসিফ একটি পিকআপের পেছনে দাঁড়িয়ে কালুরঘাট সেতু পার হচ্ছিলেন। সেতুর উচ্চতা সীমাবদ্ধতার কারণে মাথায় ধাক্কা লেগে তিনি অজ্ঞান হয়ে যান। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের এক প্রতিবেশী জানান, আসিফ তার মামার বাড়ি রাঙ্গুনিয়া থেকে একটি গরু ও কাঁঠাল বিক্রির উদ্দেশ্যে পিকআপে করে বাড়ি ফিরছিলেন। পথে এ দুর্ঘটনা ঘটে।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, “কালুরঘাট সেতুর সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
স্থানীয়দের দাবি, কালুরঘাট সেতুর নিুুুুচু কাঠামো ও পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও সেতুর আধুনিকায়নের দাবি জানিয়েছেন তারা।
একুশে সংবাদ/চ.প্র/এ.জে